মহীতে যা কিছু দেখি, অবহেলিত বা সেরা -
পুরোটাই অসম্ভব আশ্চর্যে ঘেরা !
প্রথম তো- এ ভবে , সৃষ্টি বা আসা –
এখনো মনে সুষ্ঠু বিচার বাঁধেনি বাসা ।


মানুষের ধর্মে যদি না গড়ে শুভসমাচার -
আশ্চর্যে পরিণত হয় সে গুণধর বিচার ।
মেধা-জ্ঞান পেয়েও, অচৈতন্য হৃদয় -
মহান এক আশ্চর্য্য, বৃথা জীবন ক্ষয় ।


কর্মে ভরা সময় , অবসর তায় প্রচুর
উৎসাহবর্ধনে নানা- সম্ভারও ভরপুর ,
আশ্চর্য ! অপারা সহজ কত কাজ
জলঘূর্ণি ঘোরায় মোরে ,নদীধারা মাঝ ।
চঞ্চল সুখ ,তারা উড়ে উড়ে ঘোরে -
অসম্ভব তারে ধরা, ভাগে দূরে-দূরে ।


(ইং-১৬-০৭-২০২০)