সে চমৎকারী জাদুগর,- অপার ,
জানে জড়াতে, চিন্তাজালে সবার !
নিভিয়ে নিয়ন আলো, ক্ষমতায় ,
সারে, উজ্জ্বলতারে,-অন্ধকারময় !


সর্ব কার্যভার, বিদেশীর হাতে-
পারে, জাপান রেল চালাতে !
অর্থের গ্রাফ পারে- নামাতে ,
পারে না পথের গাড্ডা ভরিতে !


মেঘবিনা পারে, আকাশে বজ্রনাদ !
আসল শান্তিরে, সে করে বরবাদ ।
শড়নে পারে খাদ্য, সে গুদামজাত ,
দেশে ভরিতে পারে শুধু হাভাত !


পারে, ফেড়ে, সমতায়-প্রাচীর ,
শতাংশ বাড়াতে, ভালর ক্ষতির !
শ্রী বাণীর ঝর্না, উদ্ধারে অসাধ্য ,
শব যাত্রায় শোনায়, সুমধুর বাদ্য !


ধরমের ছাতা পারে চিরে খুলিতে ,
ভূত-পেত্নী পারে ,আঁকিতে তুলিতে !
শিশুরে করিতে পারে সাবালোক -
বিনা ইন্টারনেট- দেখায় স্বর্গলোক !
জাদুতে, উপদেশে, বোঝায় শক্তি ,
অবিচল আস্থায়, বাড়াও ভক্তি !


(ইং-০৯-০৪-২০১৮) -বেঙ্গালুরু