শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত
অনর্গল কাজে রয় উত্ত্যক্ত-
কাজই জীবনের আদ্য প্রান্ত ,
কাজের ধারায় তারা অশান্ত ;
শ্রমিক হস্ত, সর্বদা রিক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


কাজে ফুরসত, কৈ সময় ?
কর্মে ভরা যে সংসারময় !
যেখানে যাক, শ্রম ক্ষয়-
শ্রমেই তাদের জীবন বয় ৷
কঠোর শ্রমে পীড়া অতিরিক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিকের শ্রম নানা প্রকার
মাসিক বা পাক্ষিক তার আকার -
রোজানা কর্ম জোটে না সবার,
দিন বা আধাদিন শ্রম নেবার
জাগ্রত মালিক রয় উত্তপ্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷
                        
যেখানে যতো রয়েছে কাজ
শ্রমিক সেখানে, শ্রমের মাঝ
গ্রীষ্ম,শীত,বর্ষা, সকাল সাঁঝ -
সাধারণ কর্মে করে না লাজ ,
কর্ম ভেদ, বন্ধন মুক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিকের শ্রম আগে পিছে
মানব সভ্যতা টিকে আছে ,
বিনা শ্রমে উন্নতি মিছে-
দেশের নাম যাবে যে মুছে ,
তাই, শ্রমিক থাকে কর্মে যুক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


আট ঘন্টা নিয়ম বাঁধা
আজ নিয়মটা হয়েছে ধাঁধা-
নিয়ম মত ফিরতে বাধা
খাটতে হবে সকাল সন্ধ্যা ,
কর্মে নেবে না,হলে অশক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


কাজের কোন নেইকো সীমা
কাজে অপারক বলতে মানা-
কমতি হ’লে জরিমানা
সমাপ্ত তার দেনা পাওনা ,
শ্রমিক হয় ঘোর বিরক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিক রয় চালা ঘরে
মালিক হয় চৌতলা ’পরে ,
শ্রমিক ভোগে বেঘোরে জ্বরে
মালিক মোলায়েম গদির ’পরে !
মালিক আরামে অঘোরে সুপ্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


সুরম্য গাড়ীতে মালিক তনয়
প্রত্যুষে যায় বিদ্যালয় ,
সুট-বুট আর ব্যাগ পিঠে
যায়নি কখনো কাদায় মাঠে,
তাদের ও লাগি শ্রমিক ব্যস্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিক শিশু কোটি-কোটি
খেলার সাথী দাওয়ার মাটি-
নাখেয়ে করে কাঁদা-কাটি -
শ্রমিক বেচে ঘটি-বাটি ;
অভাবে তার জীবন তিক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিক তার দাবি মানাতে
ধর্মঘটে হয় সব জানাতে ,
ধর-পাকড় ,শুরু সেথায়-
নিষেধাজ্ঞা জারী করায় ,
অনেকের গতি, জেলে হয়
অনেকে আবার কর্ম হারায় !
সর্ব শান্ত শ্রমিক অতৃপ্ত -
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিক থাকে বস্তিততে ভাড়ায়
শোষক তাদের কেবলি তাড়ায়-
স্বাধীন দেশে হয়ে পরায় ,
রোগে তারা জীবন হারায় !
শ্রমিকের জীবন হয় বিষাক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শোষক শ্রেণীর দৃষ্টি বক্র
চালায় ভীষণ দমন চক্র-
তবু, কাজ চলে কারখানায় ,
যদি শ্রমিক,অধিকার জানায় -
অমনি হবে সে বরখাস্ত !
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


শ্রমিকের নেই জাত-পাত
মুখ্যবাত্ -শোষণ জাত ,
খাটে তারা দিন ও রাত-
ফেরেনা কখনো ওর বরাত্ ,
ধৈর্য্য তাদের অসীম শক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত ৷


সুখ সুবিধার ভাগীনা তারা
শ্রমিক হল সর্বহারা-
কত যে শ্রমিক হচ্ছে সারা !
এমন ব্যবস্থা করলো কারা ?
তবুও, শ্রমিক শ্রমে যুক্ত-
শ্রমিক শ্রমে ঘর্ম সিক্ত !!


ইং-২৪-০৩-২০১৫ (বৃহস্পতিবার)