কাল, তিন,-ভূত, বর্তমান ,ভবিষ্যৎ -
সত্য, অর্ধসত্য, মিথ্যা, নিয়ে জগৎ ,
নেত্র দ্বয়, মাঝে মানসনেত্র, উদয় !
সতঃ-রজঃ-তমঃ, তিন গুণরূপ হয় ।


পুরুষ, নারী, মাঝে বৃহন্নলা রয় ,
দানব ,নর, দেবতা, সংসার ময় ।
ধর্মে, আস্তিক, নাস্তিক, মাঝখানে -
সে পেণ্ডুলাম ! উভয়ের টানে !


চাকায়, নৌকায়, উড়োজাহাজ ,
চলায়, তিন ধরণ, সচরাচর আজ ।
সামাজ্যবাদ, সমাজবাদ, পুঁজিবাদ,
দলের, নির্দলে, দলবদলু আবাদ !


অধম, মধ্যম, উত্তম, মেনে জগৎ -
স্বর্গ, মর্ত্য, পাতাল, ভাবনা যাহাতক ।
ধনী, গরীব, নিঃস্ব, সংসার পাতায় -
জড়, আত্মা, পরমাত্মা, তিন হয় ,
আদি, মধ্য, বৈজ্ঞানিক,- যুগকাল -
সকাল, দুপুর, বিকাল, এই তো হাল ?


শৈশব, যৌবন, জরা, পারকরে ঋষি -
অজ্ঞান, জ্ঞান ,পরাজ্ঞান, বোঝে তপস্বী ।
আদি-মধ্য-অন্ত । সহজ মধ্যধারা -
ভবে, মধ্যতে সুখ, অতি ভরাভরা !
যেমন ফলের- খোসা-শাঁস-আঁঠি ,
আসল খাঁটি শাঁস ! অন্য সব মাটি ।


(ইং-০৯-০৪-২০১৮) -বেঙ্গালুর