স্বপ্নে বিভোর ,সোনার সংসার -
চাই ভরা সুখ, আনন্দ অপার ,
জমি একবিঘায়, চাষী আহত -
অজস্র খরচা সংসারে কত !


সামনে পুরো জীবনটা পড়ে -
অসংখ্য কাজ দিবারাত্র ধরে !
তবু এটুকু ঠাঁই ,অনেকের নাই ,
মাথা গোঁজা, নভ তলে তাই !


বহু আগাছা ঘিরে, আষ্টেপৃষ্ঠে ,
যন্ত্রণায় কাল, কাটে অতিষ্ঠে !
এ ধারা যুগে যুগে বিরাজমান -
তাই বুঝি অবস্থানে প্রতিয়মান ।


মোচনে দুঃখ, আসেন অবতার -
শুনেছি করেন ,পতিত উদ্ধার !
মোরা হতভাগা- দিশা হারা -
দিবে সহারা, কখনো তাঁরা ?


তমসা খগে ,অপলক আঁখে ,
এসো, দয়া করো, প্রিয় সখে !


(ইং-০৬-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর