জনাশীর্বাদে গদির পরে, তাঁর কিবা দোষ ?
নিজগুণে আত্মসংযম , ধৈর্য্যে ধরিও রোষ ।
মন খারাপের সবই কপাল কানা নেত্র মাত্র                                        
বুদ্ধির কৌশল মতিগতি, প্রশংসার ও পাত্র ।


কত সুখে পড়েন ঘুম, দেখতে থাক সুখে      
সুনামেও তাঁর নাম জপো দঃখ-কষ্ট ভুগে ।
পরিবেশ ও পরিস্থিতিতে সভ্যতার উদয়    
বিনা জনতা গুণধর্মে উজালাও আঁধারময় ।


রাজার কাজ হাল ধরা, দৃষ্টিটা মুখ্য জেন
কাণ্ডারী যখন মান্য তারে কটূ বাক্য কেন ?
সাঁতার জাননা, কার দোষ !হাপিত্তেশ করা
জান না পথে দলবেঁধে কেমনে চলে ভেড়া ?


কানার আবার বড়োগুণ স্বগোত্র- পোষণ
তারও থাকে বিশেষ কিছু সে আপন জন ,
যখন আসে প্রতিবারে, দেশেতে নির্বাচন
কোথায় থাকে চোখ দু’টো, সুষ্ঠুমত মন ?
একই রটন গেছি গেছি , শনি দেয় হানা
কত আর আশা সেথায় দৃষ্টি যদি কানা ।


(১৫-০৫-২০২২)