শহর হোক বা বস্তি
অসহিষ্ণু মানুষ চায় কুস্তি ,
বিনা কুস্তি পায় না স্বস্তি ।


প্রত্যেকে আজ বড়ো সেয়ানা
কারো রূপ-দোষ-গুণ, ধরা মানা ,
জ্ঞান বুদ্ধি, তারাও ধরে নানা ।


বুঝতে হবে, য়দি তার দাপট অঞ্চলে
সে নিশ্চয় সমাজে উল্টো চলে ,
তাকে রুখতে হলে বুকের পাটা লাগে ।


দিনে দিনে বাড়ছে হাজার সারা সংসার
চোখে ধরে এ-রূপ দৃশ্য- চারিধার ,
কুস্তিতে তৈরী, ওরা যে লড়াকু মাতব্বর ।


(১৫-১১-২০২০)