সে অতি পুরাতন অতীত
একদা বোধিবৃক্ষ তলে জ্বলে জ্ঞানপ্রদীপ ,
শাক্যকুমার যখন অহিংসার পাঠ দানেন
তখন প্রায় পৃথিবী ছিল ঘুমিয়ে ।
আমেরিকা ছিল কল্পনাতীত !
আজ ,আমেরিকাকে যে জ্ঞানে-মানে দেখি
সেথা হতে কত কি সভ্যতার উদয় ,
মোরা, নব-নব জ্ঞান-বিজ্ঞান শিখি ।
অমূল্য দান, গণতন্ত্র ব্যবস্থা -
দু’শত বছর পার মার্কিন যুক্তরাজ্যের ,
আজ, পার্লামেন্ট চত্তরে ঘনঘোর লড়াই -
বিরোধে, 'কেপিটল হিল্স'-এ চলে গুলি ,
চারজন প্রাণে শেষ ।
ট্রাম্প সমর্থক চায় পুনঃ শাসন ।


একটা ছোট্ট দ্বীপমাত্র দেশ
নাম তার গণতন্ত্র কিউবা
অর্ধশতকের বেশী সেথা কমুনিষ্ট রাজ ,
বিপুল বিপর্যয় মাঝেও শান্তির বাস
এখনো শোনা যায় নি অন্তর্দ্বন্দ্ব- আজ ।


এমতঃ ভারত পার করে গণতন্ত্র
সত্তর বছর ,
কত দ্বন্দ্ব-সংঘাতে কাটতে থাকে কাল ।
এখন কৃষক আন্দোলনে
আর দেখা যায় না দেশের হাল !


জ্ঞানে, মনে , সবে জানে
আলেয়া সে কারোর আপন নয় !
তবু- মায়ায় মানুষ ভুল করে পথ ,
রকমারী ফানুষ ওড়ে আকাশে
তা’ দেখে সুখ পেতে, মানুষ কত হাসে ।


(০৭-০১-২০২১)