কথায়, নীতি উপদেশে,--- কেহ সুপখে ফেরে নি-
এমত হ’লে মহাভারত হ’ত না !
কথায়, দেশ ভাগ হয় না,--সবই জ্ঞাত-জানা ,
তার জন্য হয় প্রাণহানি ।


লেখা-লেখিতে ক্ষণিক লাগে চমক
না বিশেষ কোন সামাজিক পরিবর্তন
পরে গোঁজামিলে যা-তা, সেই আদি সনাতন ।
উন্নয়নে মন্ত্রী যেমন হরদম কাটেন ফিতা !
যদিও কারো মনে ভরে না তিক্ততা ,
লেখাও তদরূপ, কথনো হয় না সহায়ক
অতল তলে বিলীন কতশত জ্ঞানশ্লোক ।


না পোড়া অব্দি জানে না আগুন কি
লেখা পড়েও মুখে লাগে না স্বাদ- ঘি ,
কিছু কিছু লেখা সুখকর ,সময় কাটানোর-বাতিক ।


(১৯-০২-২০২২)