শুনি উপদেশ, ‘জ্ঞানেতে হও জ্ঞানী ,
বেড়ে ওঠো, ধরাধামে দক্ষ ও গুণী’ ৷
মহাত্মা, বিজ্ঞে, পরিপূর্ণ এ সংসার -
অমূল্য জ্ঞানে ভরা দেশ-ভাণ্ডার ৷


প্রাজ্ঞরা প্রবাহমান রত শিক্ষায় -
প্লাবন যেন হেথায়, জ্ঞানগঙ্গায় !
বিদ্যালয় নিরলস দানিছে জ্ঞান ,
পৃথিবীতে চারিভিতে তার জয়গান ৷
প্রবাহিত জ্ঞান, জল ধারা সমান ,
উঠিছে তুফান, জমিন-আসমান !


বিচ্ছুরিত জ্যোতিপ্রভা সে আলো -
অমানিশাঘন সে তমসা, কৈ গেল ?
মেঘের ঘর্ষণে, বিদ্যুৎ চমকায় -
জ্ঞানের ঘর্ষণে, শীতলতাময় !
উষ্মা আসে না, হাবভাবে আর ,
চেহারার আকার, কিম্ভূতকিমাকার !
নেই জ্যোতিতে তেজ- অত প্রখর ,
দেখিনা চমৎকার, জ্ঞানের বাহার !
আজ সে জ্ঞান, নয় অত ক্ষুরধার -
ফলপ্রসূ সার্থকতা, হয়না সাকার ৷


ছাই চাপা জ্ঞাননীতি, নিবু-নিবু ,
নিখোঁজ তার সুঘ্রাণ, -খুশবু !
জ্ঞানেতে জড়িত যেন কালিমা -
অভাব! ত্যাগ বলীদান,দয়া-ক্ষমা ,
জ্ঞানসাগর ভরা, ছায়া ,ঘনঘটার ,
প্রতি পদে-পদে বিফলতা তার !
আপ্রাণ শিখিছে সবে নীতিজ্ঞান ,
তবু হয়না উত্থান ,জীবনের মান !


(ইং-০৯-১০-২০১৭)
হিন্দী শব্দ = খুশবু > সুঘ্রাণ ৷