এই সময়টাও চলে যাবে, বিশ্বাস কর।
যখন অবুঝ শিশুটি খুবই নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমিয়েছে,
সেই সময়টিও চলে গেছে।
যখন বালকটি জীবনের সব চেয়ে আনন্দঘন শৈশব কাটিয়েছে,
সেই সময়টিও চলে গেছে।
পরীক্ষায় পাশ করার সুখ বা ফেল করার কষ্টের সেই সময়টিও চলে গেছে।
যৌবনের পুলকিত যে সময় যখন ছিল
সেই সময়টিও চলে গেছে।
নতুন পাওয়া চাকরী আনন্দ বা চাকরি হারানোর কষ্ট, সেই সময়টিও চলে গেছে।
কেউ জীবন যুদ্ধের জোয়াল কাঁধে করে যখন নিদারুন পরিশ্রম করে গেছে,
সেই সময়টিও চলে গেছে।
সদ্যভূমিষ্ট সন্তানের মুখের পানে চেয়ে যে সুখ ও তৃপ্তি খুজতে থাকা পিতার,
সেই সময়টিও চলে গেছে।
দশ মাস কষ্টের পর সন্তান জন্ম দেয়া মায়ের
সেই সময়টিও চলে গেছে।
সদা আগলে রাখা বাবার মায়ের স্নেহ মায়া মাখা
সেই সময়টিও চলে গেছে।
প্রথম প্রেম প্রথম হৃদয় ভাংগার কষ্টের মুহূর্তের ক্ষন
সেই সময়টিও চলে গেছে।


বিশ্বাস কর, সব সময়ই চলে যায়।
শুধু থেকে যায় কিছু ক্ষত, কিছু স্মৃতি,
আর কিছু.....