সাদা কালো আকাশের বাড়ি আমার
অস্পষ্ট কিছু নয় অগ্নিদগ্ধ হৃদয় তার
জীবন ভুলে না যার মৃত্যুর কড়া শ্বাস
সেথায় মৃত সুখ এক আমিত্বের বাস
শব্দে শব্দে ঘুরেফিরে মরে অবেলায়
আপনজনের দেয়া আদরের হেলায়
একাকী পাহাড়ের জীবন সুন্দর কত
সুপ্ত আমি ঘৃণার ধোঁয়ায় ঘোলাটে যত
কী ভাবছো সাদাপাখি তোমায় বলেছি
না আমি কেবলই আমায় খুঁজে চলেছি
উতলা হয়ো না তোমার ঠিকানা অজানা
তবু আমি ভুলছি বারেবার আমি অচেনা
পাখির সুরে ডাকবো না আমি আর
জীবন তার মৃত্যু ব্যথা কেবলই আমার
তবুও ক্রোধে ডুবিয়ে ভাসালো আমায়
যেন অবহেলায় তাকিয়ে ভাঙছে হৃদয়
হারানো আমি বিজ্ঞাপন ছাপছে হাজার
পেলে ঘৃণার ভালোবাসায় জমবে বাজার
ঘৃণা ঘৃণা ঘৃণা কত করতে পারবে বলো
ভালোবাসি আমায় তোমার চেয়ে ভালো
অনেক বিকেল পেরিয়ে ফেরা হলোনা বাড়ি
তুমি সাদাপাখি যেন এক মহাকালের গাড়ি
সারাবেলা শোরগোল করে পাপেদের জন্ম
জীবন শেষে জীবন খুঁজে মেলে তার শূন্য
আকাশে হারিয়ে যাওয়া ঈগলের ডানা
যেন আমার তোমার অভিনয় সত্য মানা
কী হচ্ছে বলো এসব বলছি ভালোবাসি
শুনছে তারা ঘৃণা শুধু হয়তো দিবে ফাঁসি

২০.০৭.২০২২
রাত ১১.৩৮