একা রোদ দাঁড়িয়ে উঠোনে
তার কাছে নেই কোন দাবি
সেতো ধনী ঘরের মেয়েটির হীরের নাকছাবি ।
যেখানে শান্তির নীড় ছায়াবসনার
আচম্বিতে কাছে ডাকে
ছায়া তার স্তনের আকার
সূর্যালোক পড়েনি সেখানে
সেইখানে যাবো ।
ফেলে রেখে সব কাজ
কেটে দিয়ে অবিমৃষ্যকারিতার জাল
সেইখানে যাবো ।
আমাকে আপন করে মাটির গন্ধ দেবে
মৃণ্ময়ী সে ছায়াবসনা ।


------------------------------