-------------------****------------------------------
               ভালোবাসা সুখ হাসি কিছু আর নয়
                  পারো যদি অন্য কথা বল ,
         যেখানে মুখোশ নেই ,দুখ মুখ মূক হয়ে আছে
               সেইটুকু আমার কাছে এনে দাও ।
             আমি হাতে পেতে চাই সেই হুতাশন
         বেদনার বুকে শুয়ে করে যাবো তাকেই বরণ ।


                ভালোবাসা সুখ হাসি কিছু আর নয়
                    পারো যদি অন্য কথা বল ,
              সহস্র মানুষ যেখানে শীতে মরে যায়
                        সেখানেই চলে যাবো ,
           আমিও তাদের সাথে এক হয়ে নিভৃতে ঘুমবো ।


                  হয়তো বা অনেক দুঃখের স্বাদ পেয়ে
                        মরে যাবো যেদিন সন্ধ্যায় ,
          বলবে সকলে সেদিন যে পাগল পৃথিবীতে এসেছিল
                     বেদনার বুকে সে আজ ঘুমায় ।


------------------------------------------------------------