------------------------------------------------
এপারের কিছু স্বপ্ন জীবনের কয়েকটি কামনা
সন্ধ্যা ঘনিয়ে এলেই মুছে যায় ,
কে তখন বাজিয়ে যাবে সোনার নূপুর ?
জীবনের সুখ শান্তি নিমেষেই হয়ে যাবে দূর ।
কে তখন দুশ্চিন্তার ভারে অশ্রুমুখী হবে ?
আমার কেউ জানি না,জানার সময় থাকে না ।


সন্ধ্যা ঘনিয়ে এলে এপারের নৌকা ওপারে যাবে এ তো জানা ,
তখন মনে জেগে ওঠে অনেক প্রশ্ন ।
কার সঙ্গে গল্প করে পাবে  সে  সান্ত্বনা ও সুখ ?
স্মৃতি কি জ্বেলে দেবে কামনার অতৃপ্ত অসুখ ?


শুধু  ভেসে থাকবে  সুখের বাসনা বহুদূরে
জীবনের  স্বপ্ন কল্পনা এপারেই থেকে যায় জন্মান্তর ধরে ।


---------------------------------------------------------