----------------------------------------------------------
এখন রোজই নিজের দোষ দেখে দোষী মনে হয়
এখন কেন রোজই মানুষকে দেখে জেগে ওঠে ভয় ?
এখন রোজই দেখি আঙ্গুল ছুঁয়ে উঠে আসে ক্ষয় ,
কেন নিজেকে দোষী ভেবে এইভাবে বৃথা দিন যায় ?
বুঝেছি তমিস্রার বুকে ভাঙ্গাচোরা  মনের মুকুরে
সবশেষে খুঁজে খুঁজে মানুষ নিজেকেই পায় ।


কেন এই দোষের ভাবনা মনে জাগে ?
মনে হয় মানুষের অজস্র কঙ্কাল আর কৃমিজ নরকের খাদ
মুখ ভেংচে শুয়ে আছে আগে ।
শুধু ভাবি মনের মুকুর ভেঙ্গে গেছে ,বিম্বিত হবে নার সুখ
নিজেকেই দোষী ভেবে খুঁজে ফিরি গুটিকয় মানুষের মুখ ।


------------------------------------------------------