জীবন আমার
নদীবক্ষে ভাসমান শ্যাওলার মতো
দেহে যত দাগ আর ক্ষত
লুকিয়ে রেখেছি বহুদিন ।
যারা আপন করে পেতে চেয়েছিল
তাদের ছেড়ে চলে এসেছি
অন্য ঠিকানায় ।
আসলে আমার ঠিকানা নেই
আমার দূরত্ব আছে সঙ্গোপনে
কিংবা প্রিয়জনে
মানুষের নিঃশ্বাস যেখানে পড়ে না ।
কে আর আপন ?
ভাসমান শ্যাওলার মতো এ জীবন
দাঁড়িয়েছি মৃত্যু গায়ে মেখে
বিভ্রান্ত সময়ের গ্রন্থি কেটে দিয়ে ।


——————————————————