মরুভূমিতে জল খোঁজা বৃথা
মরীচিকা ছাড়া কিছুই মেলেনা,
তুচ্ছ আলোরও গুরুত্ব আছে ; তবে
আলেয়ার আলোয় তিয়াস মেটেনা।


নারীর রহস্য বিধাতা বোঝেনা
আমি তো নিতান্তই সাধারণ,
প্রকৃতির শাশ্বত রহস্য অবয়বে; তাই
নিঃশব্দে খুঁজি শৈল্পিক কারণ।


মানুষ চাইলে কি না পায়; তাই
পাওয়ার নির্ভরতা চাওয়ার উপর,
শান্তনা দুর্বলের, সাধনা সবলের; তবে
অনিয়ন্ত্রিত সাধনা ব্যর্থ বরাবর।


সূর্যের তো অনেক আলোর তেজ; তবু
চাঁদের আলো চায় কেন?
সূর্যের বেশি আলো জীবিকার জন্য
জীবনের মানে অন্য জেনো।


অন্যের কাছে ঋণের ক্ষমা থাকে
আত্ম ঋণে কোথায় থাকে,
মানুষ মানুষকেই কষ্ট দেয়; তবে
কষ্ট দেবারও কষ্ট থাকে।


কখন কোথায় কোন তারা খসে
বলো তাতে আকাশের কি দায়?
হ্যাঁ, রেখে যায় কিছু ক্ষত চিহ্ন
যা যন্ত্রণায় বৃষ্টি হয়ে ঝরে যায়।।