ও নদী তোর ঢেউয়ের আঘাতে
ভাঙলো সাধের ঘর,
স্বজন পরিজন সব হারালো
রইলো শুকনো চড়।
ও নদী তুই সব ভাসিয়ে
মন ধুয়ে দিলি,
মরা মানুষ বয়ে নিয়ে
কোথায় তলিয়ে গেলি!
ও নদী তুই-ই বুঝি পারিস
কেড়েনিতে মুখের হাসি,
উজান স্রোতে জোয়ারের জলে
সবই গেলো ভাসি।
ও নদী তোর সিক্ত বালুচরে
কান্না গেলো মিশে,
স্বপ্ন গুলো ঘোলা জলে
ভাসিয়ে দিলি শেষে।
ও নদী কি আশায় তোর কূলে
ঘর বেঁধে ছিলাম,
চাঁদের আলো দেখব বলে
আমি ভাবনা হারালাম।
ও নদী তোর জলের ঢেউয়ে
শূন্য হৃদয়ের অন্তর,
একূল ওকূল দুকূল গেলো
একটু দয়া কর।।