হৃদয় জুড়ে পাহাড়ের দাপাদাপি
রক্তে এক অচেনা নৃত্য,
কন্ঠস্বরে পিছলে যায় শব্দমালা
দুঃসহ লাগে জীবন বৃত্ত!
স্মৃতি যা হয়েছে এক ফালি
হয়তো লেখা যাবে মহাকাব্য,
আশা-নিরাশার দ্বন্দ্ব ঘাতে
চেনাও হয়ে যায় দূর বোধ্য।