ছেঁড়া বোতামের জামায় খেলা করে
অবহেলার রোদ্দুর,
কেটলীর ফুটন্ত বাস্প-স্নানে বেরিয়ে আসে
রংহীন স্মৃতি।
আসলে মৃত্যুটা যে চেনা পথিকের
অপেক্ষার খেলা ঘর,
পাতা হীন ঘুমন্ত শহরের বুকেও লাগে
পলাশের বসন্ত রং।