মুগ্ধ মন চাঁদের জ্যোৎস্নায়
রেখে ছিলে সব বেঁধে মায়ায়,
অপূর্ণ অস্তমীত সূর্য্যের আভায়
রেখে গেলে সব মোর আঙিনায়।
কিছু স্বপ্ন কিছু আশা
চলে গেছো ছেড়ে আজ শুধু নিরাশা,
বিধির বিধান এটাই বুঝি
মুখ থাকতেও বলার নেইতো ভাষা।
নীরবতার প্রতীক একা আমি
হারিয়ে গেছি নিত্য পৃথিবীর মাঝে,
এখন বাঁধানো রোজনামচার পাতায়
তোমার দেওয়া নামটাই সাজে।।


.... সুদীপ