তুই কি আবার আসবি ফিরে?
বসে বসে শুধুই তোর কথা ভাবি
দিন যে গেল অনেক আসবি আবার কবে?
মনের ভিতর স্মৃতি গুলো তেমনি আছে
ভালোবাসা যে শুধু তোর জন্যেই রবে।


তুই কি আবার আসবি ফিরে?
তোর দেওয়া পুরনো জমানো ছবি দেখি
তুই কি এখনও অতীত দিনের কথা ভাবিস?
একটু থাকি আনমনে তোর জন্যে অপেক্ষাতে
যদি তুই ভুল বসত কখনও আমায় ডাকিস।


তুই কি আবার আসবি ফিরে?
দিন দুপুরে সেই কৃষ্ণচূড়া গাছের তলে
চলনা আবার দুজনে মিলি এক সাথে,
এক মুঠো রোদ লাগিয়ে গায়ে
চলনা যাই খালের ধারে বিজন পথে।


তুই কি আবার আসবি ফিরে?
ঘুম না আসা বুকের ব্যথায়
ভেসে ওঠে মিলন দিনের জলছবি,
ধুস শালা এসব কথা বলছি কাকে
সবাই কি আর আমার মতো হয়েছে কবি?


তুই কি আবার আসবি ফিরে?
দিন চলে যায় রাত চলে যায়
পুরনো স্মৃতির চাদর গায়ে জ্যোৎস্না দেখি,
তোর দংশিত ক্ষতের ভীষণ জ্বালা নিয়ে
সত্যি বলছি প্রেম যে এখনও অনেক বাকি।।