উন্মুক্ত আকাশকে দেখে আমি প্রশ্ন করি
তার মেঘের বারিধারা কি আমার
চোখের অশ্রু জলের চেয়েও বেশি?


আমি শুষ্ক মরুভূমিকে প্রশ্ন করি
তার রুক্ষ নিঃসঙ্গতার বেদনা কি আমার
চিত্তের একাকীত্বের যন্ত্রণার থেকেও বেশি?


আমি জ্যোৎস্নায় মোড়া চাঁদকে প্রশ্ন করি
তার রাতের শান্ত স্নিগ্ধ ঔজ্জ্বল্য কি আমার
মনে জাগ্রত স্মৃতিগুলোর থেকেও বেশি?


আমি আলোকিত ফোটন কনা নিঃসৃত সূর্য কে প্রশ্ন করি
তার এতো তেজদীপ্ত উত্তাপ কি আমার
হৃদয়ের ভালোবাসার আগুনের থেকেও বেশি?


আমি পাহাড়ী খরস্রোতা নদী কে প্রশ্ন করি
তার এলোমেলো বয়ে চলার চঞ্চলতা কি আমার
মনের ভিতরে থাকা অস্থিরতার চেয়েও বেশি?


আমি বিস্তীর্ণ সবুজ ঘাসে ঢাকা মাঠকে প্রশ্ন করি
তার উন্মুক্ত প্রান্তরের শূন্যতা কি আমার
বুকে সৃষ্টি হওয়া গভীর শূন্যতার চেয়েও বেশি?


আমি সুউচ্চ পর্বত শৃঙ্গকে প্রশ্ন করি
তার দাঁড়িয়ে থাকা সমুন্নত উচ্চতা কি আমার
প্রচণ্ড বিরহের কষ্টের চেয়েও বেশি?