বাঁশি তোমার কথায় শোনে
সে যে বড্ড অভিমানী,
যতই বলো থাকতে দূরে
সাথেই থাকবে জানি।
আকাশ থেকে ঝরলো যে মেঘ
যখন তুললো সুর,
ভালোবাসার স্বরলিপি বুনেদিলো
উষ্ণ উদাসী দুপুর।
সপ্ত সুরের রঙিন পাখায়
রামধনু রঙ ছুঁলে,
এমনি করেই মন খারাপের
সবটুকু যাই ভুলে।
অভিমান টুকু ভীষণ জটিল
লুকিয়ে গোপন দৃষ্টিকোনে,
সুর তো কবেই হারিয়ে গেছে
তোমার সন্দিগ্ধ মনে।।