তুমি নীল আকাশের প্রজাপতি
সন্ধ্যা বেলার চাঁদ,
তোমায় দেখে মনে আমার
ফুর্তি দেখো আজ।
তুমি যে আমার সুনটি ময়না
তোমার জন্যে এ-মন সয়না।


চারি দিকে সবাই যখন
হয় নিস্তব্ধ আজ,
গলির ভিতর তুমি আমি
করব যেই কাজ।
তুমি যে আমার সুনটি ময়না
তোমার চুমু কেন দাও না।


সকাল সন্ধ্যে মনের ভিতর
দাও যে তুমি উঁকি,
তোমার জন্য জীবনে আমি
নিয়েছি অনেক ঝুঁকি।
তুমি যে আমার সুনটি ময়না
তবু কেন চুমু দাও না?
তোমার জন্যে এ মন সয়না।