শিশুরা যদি ঘুমাতে চায় ঘুমাতে দাও
তাদের বুদ্ধি হবে ভালো,
বুড়ো বয়সে ঘুমালে দেখবে তবে
তাদের বুদ্ধি নাশ হলো।


শিশুদের মাথা স্মৃতি শূন্য ফাঁকা
তাই সবই নিবেশ করানো যায়,
বুড়োদের মাথা ধারণ শক্তি পূর্ণ
তাই কিছুই প্রবেশের উপায় নাই।


শিশুরা হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে
ধীরে ধীরে চলার পথে দৌড়ায়,
বুড়োরা জীবন দৌড়ে ক্লান্ত হয়ে
হামাগুড়ি দিয়ে শয্যাশায়ী হয় বিছানায়।


শিশুরা হাত ধরে একপা দুপা হাঁটার পরে
সাবলম্বী হয়ে হাতটি ছাড়ে,
বুড়োরা লাঠিতে ভরদিয়ে ভারসাম্য এনে
লাঠি ছেড়ে বসে পড়ে।


শিশুদের দাঁত উঠলে পড়ে শক্ত খাবার
মনের হরষে চিবিয়ে খায়,
বুড়ো বয়সে দাঁত পড়লে পড়ে
খেতে না পারার লালসায় দিন কাটায়।


শিশুরা ঈশ্বরের অংশ স্বরূপ হয়ে
কোলে উঠে আদর খায়,
বুড়োদের উপর বিষ দৃষ্টি পড়লে
জীবন সায়াহ্নে প্রাণ যায়।।