যদি কোন চেনা কবিতার চরণে
খুঁজে পাও কোন চেনা জনকে,
একাকী নিশুতি রাতে তারাদের সাথে
একটা প্রশ্ন করো নিজের মনকে।
কোনদিন কি কেউ ছিল অন্তরে
তোমার মেঘলা মনে বৃষ্টির দিনে?
জোনাক জ্বলা রাতের স্মৃতি মন্থনে
তাকে হারিয়ে অনুশোচনা হয়নিকি মনে?
এক টুকরো স্বপ্নীল রঙিন পৃথিবীটা
মুহূর্তের জন্যে হলেও যায়নি কি ঝাপসা হয়ে?
যন্ত্রণায় দীর্ণ ভিজে যাওয়া বালিশটা
নিরুত্তর থাকে সময়ের সাক্ষী হয়ে।
হয়তো তুমি জানবে না কিছু কথা
এই জীবনের পথে দাঁড়িয়ে কিছুক্ষণ,
বুকেরই মাঝে নীরব বেদনার দহনে
তোমার স্মৃতি জড়িয়ে আছে এখন।
হয়তো তুমি শুনবে না সমুদ্রের আর্তনাদ
তোমায় চেয়েছি যত নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি চোখ ভিজে নোনা জলে
নীল হৃদয়ে ভরেছো আঁধার কত?
হয়তো, হয়তো বা আমি বোঝাতে পারিনি
তাইতো স্বপ্ন ঘরটা ওভাবেই আছে পড়ে,
রঙ হীন মড়চে পড়া হৃদয়ের দোলনাটা
একা নিঃশব্দে দুলছে মেঘলা দুপুরে।।