এসো হে বৈশাখ ধরা ধামে...
এসো হে বৈশাখ ধরা ধামে।
মম চঞ্চল মন প্রাণে...
মম চঞ্চল মন প্রাণে।
এসো হে বৈশাখ ধরা ধামে।
উদিবেসে রবি সোনালী কিরণে,
দেখিবে তাহা জনে জনে।....(২বার)
এসো হে বৈশাখ ধরা ধামে,
মম চঞ্চল মন প্রাণে।


নব আম্র কুঞ্জ বনে...
মাধুকরী ছুটে চলে মগনে।..... (২)
ঐ শোনা যায় কুহকেরও তান...
কেমনে বর্ণিব সেই ক্ষণ।.... (২)
এসো হে বৈশাখ ধরা ধামে,
মম চঞ্চল মন প্রাণে।


দক্ষিণা সমীরণ ঈশান কোনে...
ঘুচে যাক ব্যথা যতনে।........ (২)
বৃষ্টির ধারা বহিছে উঠানে...
খুশিরও উল্লাস সবারি বদনে।.... (2)
এসো হে বৈশাখ ধরা ধামে,
মম চঞ্চল মন প্রাণে।


এসো হে বৈশাখ ধরা ধামে,
মম চঞ্চল মন প্রাণে।
উদিবেসে রবি সোনালী কিরণে,
দেখিবে তাহা জনে জনে।.
এসো হে বৈশাখ ধরা ধামে,
এসো হে বৈশাখ ধরা ধামে,
এসো হে বৈশাখ ধরা ধামে।।