সকালে উঠেই গিন্নীর তলব
বাজার যাও এখুনি,
কাল যে তোমায় বলে ছিলাম
ওটা কেন আননি?
প্রাতরাশে চায়ের কাপ টা
দিলো টেবিল বাজিয়ে,
বাজার না এলে রান্না বন্ধ
আবার দিলো শুনিয়ে।
অগত্যা আর হল না খাওয়া
আয়েস করে বসে,
সকাল থেকেই বেজায় গরম
কি জানি কি হয় শেষে।
রাগ ভাঙাতে থলি হাতে
দৌড়ে গেলাম বাজার,
বেশী কিনলেও বিপদ ভারি
করতে হবে আজার।
লিস্ট ধরে কিনতে হবে
পটল বেগুন মুলো,
মাছের পেটি বড় রেখো
আঁশ সব ফেলো।
ফুলের দোকানে লাইন দিলাম
আমূল দুধ কিনে,
ভগবানের উপর ভক্তি ভীষণ
তবুও ঘ্যান ঘ্যানে।
ডিমের উপর আলাদা বিচার
ঠেকবে না কারো সাথে,
অতিরিক্ত কিছু লাগলে পড়ে
ফোন হয়ে যায় পথে।
অনেক হল বাজার নেওয়া
এবার ফিরবো বাড়ি,
রান্না যদি শেষ না হয়
অফিস হবে দেরি।
বাজার দেখে তেলে বেগুনে
আরও গেল খচে,
সবাই নাকি গছিয়ে দিয়েছে
আনতে পারি না বেছে।
ধ্যাৎ ত্তেরিকা ভাল্লাগে না আর
সব করলেও বিপদ,
ভালোই ছিলাম কোথা থেকে
জুটল এই সম্পদ।। 😀😀😜