চলো ভিজি আজ বৃষ্টিতে
মেঘো মল্লার তানে,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ছেলে বেলার গানে।


আষাঢ় গগনে অশ্রু নয়নে
জলছবি হয় আঁকা,
ঝলকে ঝলকে উঠছে জ্বলে
বিজলীর রেখা বাঁকা।


চলে এসো দুজনে একসাথে
নাচব ঝুম বৃষ্টিতে,
মাঠের প্রান্তে নামবে আঁধার
মিশে যাব সৃষ্টিতে।


যদি মন চায় এ বরষায়
আমাকে কাছে রেখো,
ব্যাকুল মনে আকুল স্বরে
দাদুরী ডাকবে দেখো।


আকাশ জুড়ে মেঘের বারি
রিমঝিম ধারা ঝরে,
রোদের বুকে তৃষ্ণার ক্ষত
আজযে গলে পড়ে।


মেঘের দিকে ফ্যালফেলিয়ে তাকাই
একটু রোদের আকাঙ্ক্ষায়,
কখন তোমার ভালোবাসার চিঠি
আসবে আমার বারান্দায়।


বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে
সবুজ গাছের ডালে,
দুঃখ বেদন মিশে যায়
ঝর্ণা নদীর জলে।


এপাশ ওপাশ রাত্রি ফুরায়
গুমরে ওঠা মনে,
মেঘের ফাঁকে সূর্য হাসে
নীল পাহাড়ের বনে।।
......................................
রচনা ১৫.০৭.১৮
সকাল ০৭.৩০ মি
কোলকাতা