তপন রাঙা দক্ষিণা বাতাসে
প্রকৃতির সাজি ভরেছে পলাশে।
ফাগুনের এই মৌমৌ গন্ধে,
মধুকরী ধরেছে সুর ছন্দে।
আকুল প্রাণে ব্যাকুল প্রিয়তমা,
হৃদয় জুড়ে আছে জমা।
স্বজতনে নরম হাতের স্পর্শে
চঞ্চল মন ইচ্ছের আবেশে।
ঋতু চক্রে চৈত্রের বদনে
ইচ্ছের খেয়ালে বেঁধেছো চিরদিনে।
দু-হাত তুলে চেয়ে থাকি
চেনা সুরে অচেনাকে ডাকি।
ভুলিনি তোমাকে ভুলিনি কিছু
ক্লান্তির পথে দাঁড়িয়ে পিছু।
গোধূলিতে সূর্যের লাজুক হাসি
আমি যে তোমায় বড্ড ভালোবাসি।।