প্রতিদিন রাতে ঘুমোতে যাই
একটাই আকাঙ্ক্ষা নিয়ে,
আমি আবার সেই স্বপ্নটা দেখতে চাই।


যে স্বপ্নের ভিতর থাকবে তুমি
ঘুম ভাঙা ভোরের অপেক্ষায়,
আমি আবার তোমায় ফিরে পেতে চাই।


প্রথম বন্ধনীর মতো ভালবাসার চাঁদটা
জীবনের প্রথম অনুভবটা আগলে রেখেছিল,
শিশির সিক্ত শান্ত ভোরে
সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল।


আনন্দের পতন দেখতে পাই
শুভ্র ফেনিল ঢেউয়ের মননে।
আমি কবি হলে হয়তো লিখতে পারতাম
একটা ছন্দহীন বিরহের কবিতা।


স্বপ্নের কোলে বেজে ওঠা সম্পর্ক
জীবনে অনুভব আনে এতটা বুঝিনি আগে,
কালের কলতানে একদিন হঠাৎ
কোথায় যে তারা হারিয়ে যাবে ভাবিনি আগে।


প্রতিটি ঘুম ভাঙা ভোরে
দেখতে পাই ঘাসের পাঁজরে জমে ওঠা
বিন্দু বিন্দু অসমাপ্ত প্রেমের চিহ্ন।
পৃথিবী আবর্তনে যেভাবে রূপ বদলায়,
ঠিক সেই ভাবে গ্রহণের চাঁদ হয়ে কোথায় হারিয়ে গেল।


স্বপ্ন চিত্রে আমি খুঁজেছি শুধু তোমায়,
আবার যদি পরিযায়ী মেঘ এসে
লুকিয়ে থাকা বিরহের সব চিহ্নগুলো ভিজিয়ে দিয়ে যায়,
আমি ঠিক নতুন করে শুরু করব আবার।


তাইতো সংরক্ষিত থাক তোমার শূন্যস্থান,
হেঁটে যাক দুটি জীবন পাশাপাশি সমান্তরালে,
আমি নয় একান্তই সঙ্গোপনে থাকবো অপেক্ষায়,
নিদ্রায় স্বপ্ন সঙ্গী হয়ে যদি কখনো দেখতে পাই তোমায়।।