যে বুকে আকাশের মতো অসীম
ভালোবাসা ছিল।
বিবর্তনের পৃথিবীতে মিথ্যা বলে
ফেলে দিলো।
যে মনে সীমাহীন অনন্ত রঙিন
অনুভূতি ছিল,
রামধনুর ছায়া পথে বিষন্ন প্রহরে
হারিয়ে গেলো।
যে পছন্দের চাওয়ায় একমাত্র যার
অভিমত ছিল,
ঘাত প্রতিঘাতে অবিশ্বাসের প্রাচুর্য্যে
বদলে গেলো।
যে ভালোবাসা কামুকতার নীলে
নিঃস্বার্থ ছিলো,
স্মৃতির স্বপ্নে অস্তমীত সূর্য্যের আভায়
মৃয়মান হল।
যে জীবন অস্থির সময়ের বাঁধনে আবদ্ধ
নেশা ছিল,
নিঃসীম ব্যথার ছন্দে ধ্রুপদী কাব্যেই
স্থান পেলো।।