পদ্মপাতায় টলোমলো জলের ফোঁটা
হয়তো আমার কবিতার উপমা হয়ে ঘুরছে।
কপালের উপর জমতে থাকা ঘাম
আত্মবিশ্বাসের স্বপ্ননীল মুহুর্তের বার্তা নিয়ে ফিরছে।
কালো মেঘে আঁকাবাঁকা নকশি কাঁথা
ভালোবাসায় সর্বহারা মনের সংশয় নিয়ে আসছে।
যন্ত্রণার বারান্দায় ঝোলানো মনটা
গুল্ম লতার মতো স্থায়ী অবলম্বন খুঁজে বেড়াচ্ছে।
বিশ্বাসের ভেতর লুকানো অবিশ্বাসের বৃষ্টি
অভিমান হয়ে ধূসর মেঘের বুক থেকে ঝরে পড়ছে।
ব্রম্ভ তালুর নিচে মগজে আটকে থাকা স্মৃতি
একদিন হারিয়ে যাওয়া প্রেমের ঠিকানা বলে দেবে।
নির্ঘুম রাতের নোনতা জলের ফোঁটা
হয়তো কোনদিন জীবনের বোকা কাহিনী হয়ে উঠবে।।