প্রেয়সীর ভেজা চুলের গন্ধে
মন আজ হয়েছে চঞ্চল,
নির্জন বুকে মাথা রাখতে
বরফের কাছে চাই অনল।
জীবনের লাল নীল স্বপ্নগুলো
রং তুলিতে হয় আঁকা,
ফুলের পাপড়িতে রঙিন প্রজাপতিরা
মেলছে দেখো পাখা।
মনের ক্যানভাসে প্রিয় ক্ষনগুলো
হয়েছে আলোক ঝলমলে,
প্রিয়ার চোখে চোখ রেখে
সব যাই ভুলে।
জীবনের শুধু চাওয়া পাওয়ায়
চাওয়া গুলোই বেশি,
পাওয়া গুলো হিসাব কষে
মেনে নেওয়ায় খুশি।
শেষ বিকেলের আলোয় দেখেছি
নীল খামের চিঠি,
রাখব তাকে মনের অন্তরে
সে যে হৃদয়ের অতিথি।।