ইচ্ছের নামাবলী গায়ে জড়িয়ে বালি ঘড়িতে চোখরেখে
খুঁজে চলেছি অতীতের স্বপ্নীল দিন গুলো,
বুকের পলিতে খনন শেষ করে উঠে আসছে আর্তনাদ
স্মৃতির ফলকে জ্বলজ্বল করছে পরাজয়ের ক্ষত চিহ্ন।
মন কে হারানোর পরেও বিগত সময়ের চৌকাঠে দাঁড়িয়ে
মুখ বুজে শুধু বাঁচতে চাইছি নিজে,
জীবনের অগুন্তি কাটাকুটি খেলায় সিড়িভাঙা অঙ্কের মতো
একটা উত্তর খুঁজে চলেছি সময়ের কাছে অবিরত।
সত্য গুলো ক্রমশ মিথ্যা হয়ে বিকলাঙ্গের মতো
ভালোবাসার সংজ্ঞা থেকে হারিয়ে যাচ্ছে একটু একটু করে।।