মেঘ মুক্ত রাতের আকাশে তারা গুনতে যাওয়া বৃথা
ইচ্ছেটাও একদম অপ্রাসঙ্গিক।
যদি সম্ভব হতো তবে জোছনার জলে ভিজে
বেদনার স্মৃতিগুলো এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারতাম,
তাহলে হয়তো হৃদয়ের অলিন্দে জমে থাকা
বিষাদের কষ্টগুলো জুড়িয়ে যেতো।
জীবনের জমাট বাঁধা মেঘ গুলো অ্যাসিড বৃষ্টি হয়ে
মোহনায় সমুদ্র সৈকতে আছড়ে পড়ত,
প্রবল জলোচ্ছ্বাসে আমার বুক পাঁজরের ক্ষত গুলো
মলিন হয়ে স্বপ্ন সুখের সন্ধান পেত।
অলীক ইচ্ছা আর কল্পনায় নিষ্ফলা হৃদয় জুড়ে
এখনও স্মৃতির জঠরে বেদনার সহবাস,
শুধু একটা প্রশ্ন, তোমার পাথরের হৃদয় কতটা ক্ষয়ে গেলে
শুনতে পাবো ভালোবাসার হৃদস্পন্দন?!