এসেছে হোলি এসেছে দোল
আবির রঙে রাঙিয়ে তোল,
               তোরা হৃদয়ের দ্বার খোল।
আকাশে বাতাসে রঙের মেলা
শিমুল-পলাশ করিছে খেলা,
              ফাগুনে আগুন প্রভাত বেলা।
শীতের শেষে বসন্ত এসে
মাখছে রং সবাই ভালোবেসে,
              রবীর সুর বাতাসে ভাসে।
ফুলের কুঞ্জে ঘুরছে অলি
প্রেমিক-প্রেমিকা খেলছে হোলি,
              চোখের কোণে রঙিন বর্ণালী।
আনন্দ আজ সবার মনে
সম্প্রীতির জোয়ার ভাসবে প্রাণে,
                থেকোনা কেউ ঘরের কোণে।
খোকা-খুকু রঙিন মনে
অবুজ রঙ মাখছে জনে,
                  নাচছে মন বসন্তের গানে।
রাঙ্গা পথে বাউলের সুরে
কোকিল ডাকে বহু দূরে,
                  কৃষ্ণচূড়া রাধাচূড়ায় মন ভরে।
হোলির উৎসবে সবাই মাতি
আমরা এক অভেদ জাতি,
                   মাখবো আবির এটাই রীতি।
লাল নীল হলুদ সবুজ
আবাল বৃদ্ধ বনিতা - অনুজ,
                    প্রকৃতির রঙে হয়েছে অবুজ।।