আমার দেখা স্বপ্ন গুলোকে আমি নিষ্ঠুর ভাবে
সকলের অলক্ষ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি।
জীবনের আঙিনায় দাঁড়িয়ে নষ্ট হওয়া কিছু মুহূর্তকে
চিরদিনের মতো ভুলতে আমিও নষ্ট হতে চলেছি।
ইচ্ছের গুল্মলতা গুলো একটু অবলম্বনের খোঁজে
একদিন হয়তো তোমায় আঁকড়ে ধরতে চেয়েছিল,
কিন্তু মেঘের উপর আঁকা বিশ্বাসের নক্সী কাঁথা খানি
তোমার অবহেলায় কোথায় যেন মিলিয়ে গেলো।
মনের বোবা আলোয় ভর করে স্মৃতির বোঝা নিয়ে
নির্জন রাত্রির প্রহরে লেখা হয় কিছু জীবন্ত শব্দ,
আর সেই শব্দ দিয়েই তৈরী হয় ঠিকানাহীন চিঠি।
জানি এই চিঠি কোন দিনও পৌঁছবে না তোমার কাছে
তবুও শব্দ গুলোই থাকবে অপূর্ণতার ঘরে আশালতা হয়ে।।