বিষন্ন রাতে আমি যে এক ফালি চাঁদের মতোই একা,
বর্ষায় ভেজা মাটির গন্ধে স্বপ্ন ভঙ্গ একটা আলোক রেখা।
জীবনে যন্ত্রণা সয়েছি আমি নিভৃতে একাএকা,
জীবনের সব বাধা পেরিয়েছি আমি একা,
জীবনের দিনগুলো অতিবাহিত করেছি আমি একা,
জীবন কে বুঝেছি আমি একটু একটু করে একাএকা।
জীবনের চাওয়া পাওয়া অনুধাবন করেছি আমি একা,
জীবনে দুঃখটাও পেয়েছি আমি একাকী একান্ত একা।
নিঝুম রাতে উষ্ণতার স্পর্শ নিয়েছি আমি একা একা,
নির্ঘুম রজনী অতিবাহিত করে ভোরের আলো দেখেছি একা,
তপ্ত দুপুরে রাস্তায় খোলা মাঠে ঘুরেছি আমি একাএকা।
পরিশ্রান্ত ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা সয়েছি আমি একা।
এই পৃথিবীর মায়া ছেড়ে চলেও যাব একদিন আমি একা।
একার মাঝে কখনও কখনও স্বপ্নটা হয় নিষ্ঠুর এক হত্যা,
একটু একটু তিলে তিলে জীবনকে করে খুন।
এখানে নেই কোন কাটাকুটি রক্তের উষ্ণ স্রোত,
শুধু ভেঙে খানখান হয়ে যায় কোমল হৃদয়টা।
নির্জন উপত্যকায় ইশারায় মগ্ন থাকে অনিবার্য মৃত্যুটা,
কূল ছাপানো বন্যায় বয়ে নিয়ে যায় মনের ধ্বংস স্তূপটা।।