আজ আমি হারিয়ে গেছি কেন জানো?
প্রতিটি মুহূর্তে নিজের সাথে মিথ্যা লড়াই করে।
কতই না ভালোবেসেছে সবাই আমাকে
কিন্তু তাদের কোনো মূল্য আমি দিইনি।
হয়তো তারা আজ সবাই সুখে আছে শান্তিতে আছে
শুধু একা রিক্ত ক্লান্ত জড় ভরতে পর্যবসিত আমি,
না আছে তাদের ডাকে সারা দেবার অধিকার,
না আছে বিবেক কে শান্তনা দেবার উত্তর।
আমি আজ খোলা নীল আকাশের নীচে একা-
হুম-একান্ত-একা, আমি বসে আছি অতীতের স্মৃতি নিয়ে।
জীবনের প্রতি টা পলে শুধু যন্ত্রণা,
হয়তো আমারও একটা অন্তর ছিল,
হয়তো আমারও একটা ভালোবাসা ছিল,
হয়তো আমিও কাউকে নিজের করে চেয়ে ছিলাম,
হয়তো সে বোঝেনি নয়তো বুঝতে চায় নি।
তবে কেন বাকিদের সরিয়ে তাকে আগলে রেখেছি,
হাজার মাইল দৌড়ে আজও তাকে নিয়ে ভাবছি।
আজ তো সে আর নেই, চলে গেছে অজানার বুকে
চারিদিক শূন্য, রয়ে গেছে কিছু ভৌতিক স্মৃতি।
মুছে যাচ্ছে পুরনো ইটের দেওয়ালের আঁকিবুকি চিহ্ন গুলো,
লিখে রাখা বালির চড়ে আনকোরা ভালোবাসা টা
সমুদ্রের নোনা জলে কখন যে মুছে গেছে বুঝিনি।
তাইতো আজ বৃষ্টির বরফ শীতল ফোঁটা গুলো
অশ্রু হয়ে নিঃশব্দে নেমে আসে উদাসী নয়ন হতে।
হৃদয়ের অনুভূতি গুলো আসতে আসতে হয়েছে বিলীন,
সময়ের সাথে রয়ে গেছে অমর ভালোবাসার আত্মা টুকু।।