আঁধার যতই বলুক তুমি ভালোবাসনি আমায়,
তথাপি আজও আমি পারিনি ভুলতে তোমায়।
নিস্তব্ধ আঁধারে পৃথিবীর ক্রন্দসী বুকে একটাই প্রসঙ্গ
কখন তুমি ছেড়ে গেলে নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গ।
বিরাগ স্পন্দনে বেদনার মনটা প্রশ্ন করছে বারংবার
জীবন্ত অনুভূতি গুলো এখনও অন্তরে আছে দুর্বার।
তোমার অপেক্ষায় কেটে যায় স্বপ্নের প্রহর গুলো,
উচ্ছ্বসিত উপহাসের হাসি হাসতে থাকে দুঃখ গুলো।
আকাশের নীল কাগজে লেখা প্রেমের কবিতা বুঝিনি,
আমি তোমার কাজল চোখের ইশারাও বুঝতে পারিনি।
পাখিদের গান ভালোলাগে তবু ওদের ভাষা বুঝিনা,
ক্ষতবিক্ষত মনটা তোমায় কেন ভালবাসে জানি না।
স্বপ্নময় অবিন্যস্ত মাধবী রাত মায়ার জোছনায় ঢাকা,
জীর্ণ অতীত স্মৃতি নিয়ে রাতে প্রহর কাটে একা।
নদীর জল নূপুরের রিনিঝিনি ছন্দ আমি বুঝি না,
শুধু বুঝি তুমি আছ মনের ঝিলে কেউ তা জানেনা।
কেন পারিনা ভালোবাসা কে চোখের জলে মুছে ফেলতে,
হয়তো দুঃখের আগুনে পুড়েও পারবনা তোমাকে ভুলতে।
ভালোবাসা যে তোমার ছিল প্রহসন তা বুঝিনি,
নষ্ট হৃদয় দিয়ে মনকে বিষিয়ে ছিলে তবু ঘৃণা জমেনি।
আমার ভাঙ্গা হৃদয় শূন্য রিক্ত হয়েছে জানি
তবু বহুবার চেষ্টা করেও ভুলতে তোমায় পারিনি।।