ছেড়ে যাব ছেড়ে যেতে হবে মাঝপথেই তাদের
জীবনের সবকিছু হয়কি পূরণ?
মেনে নিই মেনে নিতে হয় যা কিছু আমাদের
এটাই হয়তো জীবনের নিয়ম!
একদিন এসেছিলাম অন্ধকার দিয়ে পূর্ণিমার আলোতে,
ফিরে যাব ঠিক একই পথে অন্ধকার দিয়ে শুভ্রতার স্রোতে।
এই শহরে নগ্ন পায়ে একদিন হাঁটতে শিখেছি
দেখেছি জীবন তৈরির খেলা,
স্বপ্ন বাস্তব হাসি-কান্নায় এগিয়েছে ছোট্ট জীবন
তবু সবারই আসে শেষ বেলা।
অপূর্ন ইচ্ছে গুলো জীবন চক্রে থাকে হৃদয় জুড়ে অবিরত,
জাজ্বল্যমান থাকবে আমাদের কিছু স্মৃতি যদি হও পরিচিত।
শুকনো পাতার ফাঁকে ভালোলাগার পাহাড়ে
থেকে যায় কিছু ব্যর্থ কান্না,
দগ্ধ শতাব্দীর চিলেকোঠায় ধ্রুপদী সমাজে
জমতে থাকে জল্পনা-কল্পনা।
চলে যাব চলে যেতে হবে এই সুন্দর ভুবন ছেড়ে অজানার পথে,
তবু জন্মান্তরের আশে তোমার আমার ভালোবাসা থাকবে সাথে।।


*****************************†***********
কলকাতা : 25.05.22 8:30AM