পৃথিবীতে অবতরণের পর প্রকৃতি আমায় শিখিয়েছে অনেক কিছু
আমি শিখেছি নীল বিস্তীর্ণ আকাশের কাছে,
আমি শিখেছি নিস্তবদ্ধ মৃত্তিকার কাছে,
আমি শিখেছি তরঙ্গায়িত সমুদ্রের কাছে,
আমি শিখেছি সবুজ ধূসর পাহাড়ের কাছে,
আমি শিখেছি তপ্ত শুষ্ক মরুভূমির কাছে।
আমি হাসতে শিখেছি মহাশূন্যে ভাসমান সূর্য, চন্দ্র উজ্জ্বল তারাদের দেখে।
আমি পাখিদের কলতানে শিখেছি সপ্ত সুরের মেলবন্ধন।
পাতার মর্মর ধ্বনি, নদীর বয়ে চলার শব্দে শিখেছি জীবনের ছন্দ।
পর্বত শৃঙ্গে জমাট বরফের কাছে শিখেছি শান্তির বিমূর্ততা।
প্রকৃতির আবহাওয়ার পরিবর্তনে শিখেছি জীবনের জরা ব্যাধি ক্লেশ এর মুক্তির পথ।
আর প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি বিদ্যালয়ে শিক্ষকের কাছে।
কুসংস্কার থেকে শুদ্ধ জ্ঞানের আলোয় অনুধাবন করতে পেরেছি সবকিছু।
শিখেছি কতকিছু, ভুলেছি বিভেদ, থাকি সকলে মিলেমিশে,
করিনা রেষারেষি, করিনা ঘৃণা, মনে আছে সকলের জন্যে সমাদর।
সবই তো গুরুর শিক্ষা, তাই তাঁর চরণে প্রণাম জানাই শতকোটি।
জীবনের পথে পেয়েছি বন্ধু, শিখেছি "মহত্ত্বের অ আ ক খ"।
আর হৃদয়ের মাঝে পেয়েছি ভালোবাসা, শিখেছি "হৃদয়ের অ আ ক খ"।
যাঁদের চরণে অধিশায়িত জীবনের সব শিক্ষার সারাংশ সেই তো মা-বাবা।।