হয়তো তুই ভুলে গেছিস
বারণ টা যে তোর ছিল
           আমি কোনদিন সামনে না আসার,
আসিনি তাই আর একদিনও
ইচ্ছা থাকলেও নিরুপায় আমি
           প্রতিজ্ঞাটা ছিল যে ভালোবাসার।
তোকে ছুঁয়ে বেড়ানো দুপুর গুলো
অনুভবহীন সময়ের লুকানো দৃশ্যপটে
       কালির চিহ্নিত আঁকড়ে এখনও অপূর্ণ,
অবজ্ঞায় পড়ে থাকা স্বপ্ন-শব
তোর আড়ালে  মনে করিয়ে দেয়
            জীবন টুকুই হয়ে গেলো অসম্পূর্ণ।
পুরনো প্রেমের উপাখ্যান খুলে
যতবার নিজেকে সমর্পণ করি
      দেখি আয়নার প্রতিবিম্বে ভাঙনের ছবি
লুকোচুরি খেলার সেই বেয়াড়া দিনগুলো
একমুঠো কবিতার রং মেখে পড়ে থাকে
আর সভ্যতার কালো মেঘে হারিয়ে যায় সবই।।