ফাগুনে ফাগুনে আগুন প্লাবনে
পুড়েছে শুধু অঙ্গ,
আশাতে নেশাতে চুপে চুপে
পেয়েছি তোমার সঙ্গ।
সঙ্গম সুখে প্রেয়সী পিয়াসে
শিশিরে ভিজুক সকাল,
দক্ষিণা গগণে মলয় পবনে,
বাঁশির সুরেতে মাতাল।
সাঁঝেতে প্রভাতে প্রতিটি আঘাতে
থাকনা কিছু ভুল,
প্রতি রাতে কামনার সাথে
উত্তাল হোক দুকূল।
চাঁদের সাথে জ্যোৎস্না রাতে
লাজুক লজ্জাতে কথা,
এপারে ওপারে কামনায় জমুক
অল্প স্বল্প ব্যথা।
মুদিত আঁখিতে প্রেম্ মাতালে
অভিসারে যাব চিরতরে,
নিজেকে হারাবো এলোকেশী চুলে
নিঃশব্দে নিশীথ প্রহরে।
আসুক না ঝড় ভাঙুক না ঘর
গোপনে পুড়িবে সব,
শিরশির জ্বরে কম্পিত স্বরে
উঠুক না প্রেম রব।
ভুল এজীবন বৃথা এ রোদন
তরু শাখা তলে,
তোমার অধরে অতল পাথারে
হারাবো স্মৃতির কোলে।।