গ্রামে আজ জোনাক নেই
ভরে গেছে হলুদ নিয়নে,
গ্রামে আর কোকিল নেই
ডাক শোনা যায় সাইরেনে।
গ্রামে আর পোস্ট নেই
কিছু বার্তা আসে মুঠোফোনে,
গ্রামে প্রাকৃতিক দৃশ্য নেই
স্মৃতি জড়িয়ে আছে মনে।
গ্রামে আগেকার মানুষ নেই
ভরে আছে স্বার্থ প্রলোভনে।
গ্রামে স্নিগ্ধ ভোর নেই
আকাশ বাতাস ভরেছে দূষণে।
গ্রামে মেঠো পথ নেই
ঢাকা পড়েছে কংক্রিটের আস্তরণে।
গ্রামে শ্যামল মাঠ নেই
বসত বাটি গড়েছে জনগণে।
গ্রামে জলাশয়ে জল নেই
মজেছে তলদেশ পাড় ভাঙনে।
গ্রামে কাদা মাখা শিশু নেই
পড়াশোনায় ব্যস্ত বন্ধু জনে।
গ্রামে বন বীথিকা নেই
নিশ্চিহ্ন নিষ্ঠুর মানুষের ছেদনে।
গ্রামে এখন সুখ নেই
চাপ, দ্বায়িত্ব বাড়ছে মনে।।