তোর চুমুতে ভালোবাসার স্বাদ নেই,
খুব ইচ্ছে হয় একটা ভালোবাসার চুমু খেতে।
তুই জিজ্ঞেস করলি তাইতো বলে ফেললাম,
সত্যি বলছি চুমু আমি খেয়েছি অনেক, অনেক-
কিন্তু মনে হয় এই শহরে ভালোবাসার বাস নেই।
অদ্ভুতুরে ঠিকানা হীন আমাদের সম্পর্ক গুলো
খুঁজে ন্যায় বিরক্তি হীন একটু ভালো থাকার অভ্যেস।
এসির তলায় বসে শুধু স্ট্যাটাস চালাচালি
আর সভ্যতার পাঁচিলে দাঁড়িয়ে নাগরিক পাঁচালি।
এখানে প্রকৃত ভালোবাসা নেই,
এখানে প্রকৃত চুমুর স্পর্শ নেই।
যা আছে তা হাতে রুমাল বেঁধে দাঁড়িয়ে থাকার হাতছানি,
আর জমায়েত-এ ব্যস্ত নরম মেয়েছেলের অদ্ভুত গন্ধ,
যা ভালোবাসা হীন মনোরঞ্জন, যান্ত্রিকতা আর টাইমপাস।
দিনের পর দিন খুঁজে যাই একটা ভালোবাসার চুমু,
আজও তোর চোখে তাকিয়ে অনুভব করতে চাই
কিন্তু "ভালোবাসি তোকে" প্রকৃত শব্দটাই শুনতে পেলাম না!
চুমুর আঘাতে হয়তো কেউ কেউ হারিয়ে ফেলে হৃদয়ের নরম ঠিকানা,
অভিনয়ের সংলাপ বলে আমি চাইনা কোন চরিত্র হীন চুমুর স্পর্শ,
আগামী দিনের জন্য ব্যস্ত সময়ের শহরে একলাই হেঁটে চলা শ্রেয় ,
নয়তো সময়ের বুক পকেটে জমবে শুধু অচল আধুলি
হয়তো সাময়িক চুমুর ক্ষত গুলো হবে ভবিষ্যতের জ্বালাময় চিহ্ন মাত্র।
কিন্তু আমি তো সত্যি চেয়েছি হাজার বার, ডেকেছি কতো-
তবু কেউ তো প্রকৃত ভালোবাসার চুমু দিলনা!
এ আমার বড় অভিমান খুঁজে না পাওয়ার, চুমু। 😘