উপন্যাস টা লেখা না হয় পরেই হবে
আপাতত দুটি নীল নয়নে চেয়ে থাকা
বিদগ্ধ কবিতার কথা বলিছি শোনো,
অনেক অনু কথার সে যে নিদারুণ ব্যথা
অজানা স্বপ্নের সে এক ভালোবাসার কথা,
চুপিচুপি বলব কানে কানে একটু শোনো।
সেই তারায় ঢাকা জ্যোৎস্না রাতে
হৃদয় ঘরটাতে ছিল শান্তি সুখের বাস,
কল্পনা প্রসূত সেই হৃদয়ের কথা শোনো।
স্বপ্নের বাঁধনে লজ্জায় রাঙা গোপন আশ্বাস
পরিচয়হীন চিরস্থায়ী বিশ্বাসের আহ্বান
সেই দুটি নিষ্পাপ মনের কথা বলছি শোনো।
সাঁজ পেরিয়ে আনমনে রাত কেটে যাওয়ার কথা
বড্ড বেশী ভালোবাসার সেই যে দিনের কথা
অকপটে কাব্য করে বলছি, কান পেতে শোনো।
দুজনের প্রণয়ের ব্যথাটা হয়তো এমনই ছিল
কাঠের কফিনেও যেন খুঁজে পাই তার গন্ধ,
চুপিচুপি বলি মনের ব্যাকুলতার কথা.... শোনো।।